Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্যাসের মূল্যবৃদ্ধিতে সরকারের গণবিরোধী চরিত্র প্রকাশ

বিভিন্ন ইসলামী দলের বিক্ষোভ-সমাবেশে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারের গণবিরোধী চরিত্রই প্রকাশ পেয়েছে। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। বর্তমান সরকারের আমলে শুধু গ্যাসের মূল্য বাড়েনি; খুন গুম ধর্ষণ রাহাজানি, চুরি, দুর্নীতি সবই বৃদ্ধি পেয়েছে। অনতিবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন ইসলামী দলের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ একথা বলেন।

ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য যখন নিম্নমুখী, পার্শ্ববর্তী দেশে যখন গ্যাসের দাম কমানো হলো, তখন বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারের গণবিরোধী চরিত্রই প্রকাশ পেয়েছে । দেশের জনগণ নাগরিক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, এই সরকারের আমলে শুধু গ্যাসের মূল্য বাড়েনি; খুন গুম ধর্ষণ রাহাজানি চুরি দুর্নীতি সবই বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, নয়ন বন্ডকে ক্রসফায়ারে দিয়ে সরকার হাজারো সত্যকে গোপন করেছে। ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যা ইসলাম সমর্থন করে না।

গতকাল শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররম দক্ষিণ গেটে দেশব্যাপী ভয়াবহ খুন, গুম, ধর্ষণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম একথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, কেএম আতিকুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী শেখ নূরউন নাবী, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম ও মাওলান এইচএম সাইফুল ইসলাম।

মুফতি ফয়জুল করীম বলেন, ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মুসলিম নির্যাতন করে যাচ্ছে। মোদি সরকার মুসলিম নিধন বন্ধ করতে ব্যর্থ হলে প্রয়োজনে বাংলাদেশের মুসলমানরা ভারত অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।

ইসলামী ঐক্য আন্দোলন
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সবক্ষেত্রেই বাড়তি ব্যয়ের চাপ বহন করতে হবে নিম্ন ও মধ্য আয়ের মানুষকে। এতে সাধারণ মানুষের জন্যে ‘মরার ওপর খাঁড়ার ঘা’র সামিল হয়েছে। তারা অবিলম্বে মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।
ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মোস্তফা তারেকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা ফারুক আহমদ, সেক্রেটারী মাওলানা আবু বকর সিদ্দিক, এফ এম আলী হায়দার, অফিস সম্পাদক মাওলানা আব্দুল কাদির, মো. আজমল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তির সেক্রেটারী মো, আব্দুল খালেক প্রমুখ।

খেলাফত মজলিস
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সম্পূর্ণ অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। গ্যাসের দাম না কমালে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিশ্ববাজারে যেখানে গ্যাসের দাম অর্ধেকে নেমে এসেছে সেখানে বাংলাদেশে গ্যাসের দাম প্রায় ৩৩ ভাগ বাড়ানো হয়েছে।
গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সমানে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আবদুল হক আমিনী, মুহাম্মদ আবুল হোসেন।
নেজামে ইসলাম পার্টি
ঢাকার পুরানা পল্টনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভায় গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় এক প্রস্তাবে সরকার কর্তৃক অন্যায়ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ফজলুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, পার্টির মহাসচিব মাওলানা আব্দুল মাজেদ আতহারী, যুগ্ম-মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, দফতর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, কেন্দ্রীয় নেতা মাওলানা আনওয়ারুল কবির, মাওলানা ফরিদুল হক, মাওলানা গোলাম কিবরিয়া কামাল, মাওলানা ইলিয়াস হুসাইনী। সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকায় অনুষিঠত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস

৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৯ জানুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ