Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

১০৫ সহকারি এটর্নিজেনারেল নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

সুপ্রিমকোর্ট বারের ১০৫ আইনজীবীকে ‘সহকারি এটর্নি জেনারেল’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার এ বিষয়ে আইনমন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এক সার্কুলার জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২-এর ৩ (১) অনুচ্ছেদ’ অনুযায়ী, সুপ্রিমকোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সহকারি এটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো। এর আগে নিয়োগ পাওয়া ৫২ জনকে সহকারি এটর্নি জেনারেল হিসেবে বহাল রাখা হয়েছে। নিয়োগের পর সহকারি এটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১৫৭ জনে। বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। এর আগে গত ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ২৭ জুন আইনমন্ত্রণালয়ের অনুরোধে ৩৩ জন ডেপুটি এটর্নি জেনারেল এবং ৫৪ জন সহকারি এটর্নি জেনারেল পদত্যাগ করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ