সাতকানিয়ায় হাইভোল্টেজ তারে জডিয়ে দগ্ধ শিশুর মৃত্যু

সাতকানিয়ায় হাইভোল্টেজ তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে দগ্ধ রিম্পি নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার
পিরোজপুরের নাজিরপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীল ভাগ্নে পরিচয় প্রতারনার অভিযোগে মোঃ নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোবার রাতে পিরোজুর জেলা সদরের রিলাক্স আবাসিক হোটেলের ৩০৬ নং কক্ষ থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭০০০ টাকার ৪ টি মোবাইল ফোন ও ১ টি কৌটায় ১৬ টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড জব্দ করা হয়। নজরুল ইসলাম বেশ কয়েকদিন ধরে নাজিরপুরের বিভিন্ন এলাকায় হজ্জে যেতে ইচ্ছুক প্রার্থীদের সরকারি ভাবে হজ্জে পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছিলো। এ ঘটনায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মশিউর রহমান বাদী হয়ে সোমবার সকালে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক নজরুল ইসলাম খুলনার বৈঠাকাটা উপজেলার উত্তর হরিন টানা গ্রামের মৃত আ ঃ ছত্তারের ছেলে। মামলা সূত্রে জানা যায় আটক নজরুল ইসলাম গত শুক্রবার দুপুরে নাজিরপুর উপজেলার হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মশিউর রহমান এর সাথে দেখা করে নিজেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর ভাগ্নে পরিচয় দেয় এবং তিনি হজ্জে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সরকারি খরচে হজ্জে পাঠাতে পারেন বলে জানায় এ সময় তার কথা বিশ^াস করে মশিউর রহমান তার স্ত্রীসহ হজ্জে যেতে রাজি হয়। ঐ দিন বিকেলে তাদের পাসপোর্ট করে দেওয়ার জন্য বিকাশের মাধ্যমে ১৪ হাজার টাকা গ্রহন করে। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন একই ভাবে সে আরো অনেকের কাছে টাকা হতিয়ে নিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করলে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তাকে গ্রেফতার করে পুলিশ। নাজিরপুর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান মন্ত্রীর ভাগ্নে পরিচয়ের প্রতারণার অভিযোগে তাহার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। সোমবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।