Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ময়মনসিংহে অর্থ আত্মসাৎ মামলায় বীমা কর্মকর্তা কারাগারে!

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৬:২১ পিএম | আপডেট : ৭:১৭ পিএম, ৮ জুলাই, ২০১৯

ময়মনসিংহে অর্থ আত্মস্বাত মামলায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নির্বাহী পরিচালক (বরখাস্থ) আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুল হাই এ আদেশ প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা জজ ও দায়রা আদালতের আইনজীবী অ্যাড. শফিকুল ইসলাম। তিনি জানান, ২০১৮ সালের অক্টোবরে প্রতিষ্ঠানের ৮ লক্ষাধিক টাকা আত্মস্বাত করার অভিযোগে কোতয়ালী থানায় মামলা দায়ের হয়। ওই মামলার চার্জসীটে অভিযোগ প্রমানিত হওয়ায় সোমবার বিজ্ঞ আদালত আসামীর জামিন বাতিল করে কারাগারে প্রেরন করেছেন।
মামলার বাদি প্রতিষ্ঠানের উপ-পকল্প পরিচালক রাশেদুল হক জানান, দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানের অর্থ আত্মস্বাতের অভিযোগে ওই আসামীর বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ