Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইন্দারজানী ভাতগড়া গ্রামে বাড়ির পাশে বেগুন ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন শিশুটিকে ১২ কিলোমিটার দূরে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবার নাম শামীম মিয়া। শিশুটি স্থানীয় আজাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে প্রায়শই উপজেলার কোথাও না কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ না কেউ মারা যাচ্ছে। এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের কোনো মাথা ব্যথা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ