Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এরিক এরশাদকে অপহরণের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৮:০১ পিএম | আপডেট : ১২:৪৫ পিএম, ৯ জুলাই, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে অপহরণের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (৮ জুলাই) বিকাল ৩টার দিকে এ জিডি (নম্বর ৫৫২) করা হয়েছে।
মেজর (অব.) খালেদ বলেন, ‘গত কয়েকদিন ধরে একটি রবি নম্বর থেকে এরিক এরশাদকে ফোন দিয়ে তাকে অপহরণের হুমকি দিচ্ছে। তবে তারা নিজেদের পরিচয় দেয় না। হঠাৎ কেন এমন হুমকি, তা আমরা জানি না। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি।’
গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন খান বলেন, জিডি হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তবে যে নম্বর থেকে ফোন দিয়েছে, সেই নম্বরগুলো এরিক সংগ্রহ করে রাখতে পারেনি। পরবর্তীতে এমন ফোন আসলে নম্বর সেভ করে রাখতে বলা হয়েছে।’
এরিক রাজধানীর গুলশানে প্রেসিডেন্ট পার্কে তার বাবার সঙ্গে থাকেন।

এরিকের মা বিদিশা ছেলের নিরাপত্তা চেয়ে করা জিডির প্রতিক্রিয়ায় বলেন, ‘রাজনীতির এই নোংরা খেলায় বাদ যাচ্ছে না আমার প্রতিবন্ধী শিশু এরিকও। আমার ভয়, আমার ছেলেকে নিয়ে নতুন করে কোনও ষড়যন্ত্র হচ্ছে না তো? পিতার জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণে আমার এই প্রতিবন্ধী অবুঝ সন্তানটিকে নিয়ে কোনও নোংরা রাজনৈতিক খেলা হচ্ছে না তো?’

‘প্রতিবন্ধী’ শব্দটি মা হিসেবে তাকে ব্যথিত করে মন্তব্য করে বিদিশা বলেন, ‘সন্তান তো সন্তানই। প্রত্যেক মা-বাবার কাছে তার সন্তানই শ্রেষ্ঠ সন্তান।’
তিনি জানান, অনলাইনে নিউজ দেখে তিনি গুলশান থানায় ফোন করেছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।
প্রসঙ্গত, এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।



 

Show all comments
  • kkio ৯ জুলাই, ২০১৯, ৪:২২ এএম says : 0
    Bidisha cheated Ershad to own his wealth. Shame on Bidisha. No trace of Ershad is visible in this child.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরিক এরশাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ