Inqilab Logo

ঢাকা, রোববার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬, ২৩ যিলহজ ১৪৪০ হিজরী।

চীন যাবেন শাটলাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

চীনের সুজু শহরে ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। এই টুর্নামেন্টে পাঁচ সদস্যের বাংলাদেশ দল অংশ নেবে। দলে খেলোয়াড় থাকছেন তিন এবং বাকি দু’জন কোচ ও ম্যানেজার। এরা হলেন- আবদুল হামিদ লোকমান, মোহাম্মদ হানিফ ও খন্দকার আবদুস সোয়াদ (শাটলার) এবং কোচ জহিরুল ইসলাম ও ম্যানেজার শাহ জালাল মুকুল। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দলের খরচ হবে প্রায় ছয় লাখ টাকা। যার মধ্যে তিন লাখ টাকা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়া বহন করবে। বাকি অর্থের জন্য ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। ৩ জুলাই পত্রের মাধ্যমে প্রায় তিন লাখ টাকা চাওয়া হয়েছে। ক্রীড়া পরিষদ থেকে অর্থ পেলে ২৩ জুলাই রওয়ানা হবে দলটি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন