Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার ১৬ জুলাই ২০১৯, ০১ শ্রাবণ ১৪২৬, ১২ যিলক্বদ ১৪৪০ হিজরী।

সিলেটে ৬৯ মামলার আলামত ধ্বংস

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

সিলেট জেলা প্রশাসক চত্বরে অবস্থিত পরিত্যক্ত বিল্ডিং এর উত্তর পাশে বিচারান্তে নিষ্পত্তিকৃত ৬৮টি মামলা এবং ০১টি জিডিসহ মোট ৬৯টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

গত বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত মো. সাইফুর রহমানের উপস্থিতিতে সিলেট জেলা প্রশাসক চত্বরে অবস্থিত পরিত্যক্ত বিল্ডিং-এর উত্তর পাশে বিচারান্তে নিষ্পত্তিকৃত ৬৮টি মামলা এবং ১টি জিডিসহ মোট ৬৯ টি মামলার আলামত ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্য সমূহ হল ফেনসিডিল ৯৫ বোতল, ভারতীয় মদ ২১ বোতল, হেরোইন ১১৬ পুরিয়া, ইয়াবা ট্যাবলেট ২০৮ পিস, চোলাই মদ ৪৫ লিটার, গাঁজা ১.১৫ কেজি, ৩৩ পুরিয়া, বিয়ার ক্যান ১টি, জেট সিগারেট- ২০,০০০ টি শলাকা।
গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন