Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে বিচার দাবিতে প্রতীকী ধর্মঘট

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

টাঙ্গাইল পৌর এলাকা বেড়াবুচনা বউবাজারের ফার্নিচার ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতীকী ধর্মঘট করেছে জেলা মৎস্য ব্যবসায়ী সমিতি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় পার্কবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা টাঙ্গাইল পৌর শহরের ৭ টি বাজারের মাছ বিক্রি বন্ধ রেখে আধা ঘন্টাব্যাপী প্রতীকী ধর্মঘট পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, জেলা মৎস্য ব্যবসায়ী সাধারণ সম্পাদক আমির হামজা ও মাতাব্বর আনিসুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মৎস ব্যবসায়ীর ছেলে মহর আলীর হত্যার রহস্য উম্নোচন ও দোষিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, দ্রুত ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতার করতে না পারলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইলে বিচার দাবিতে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ