Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার প্রকাশিত হচ্ছে আসিফের বই

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

সঙ্গীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুক টাইম লাইনে বিভিন্ন বিষয়ের ওপর নিয়মিত লেখালেখি করেন। এসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা নিয়ে গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছেন তিনি। বইটির নাম রাখা হয়েছে ‘পোটকরা টু ম্যানহাটন’। অন্যধারা প্রকাশনী থেকে প্রকাশিতব্য এই বইটির খবর আসিফ নিজেই জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ২০১৪ সালে ফেসবুকে এলাম বাধ্য হয়ে, সেই সঙ্গে ফ্যানদের একটা অদ্ভুত ভালোবাসার চাপে লেখালেখি শুরু করা। সব জায়গায় নিজের একটা বক্তব্য দাঁড় করানোর চেষ্টা ছিল আমার। কারো বিপক্ষে আমি নই। আমি আমার নিজের এবং দেশের পক্ষে কথা বলে চলেছি। আমি ধর্ম আর রাজনীতি কখনোই টেনে আনিনি এই প্ল্যাটফর্মে। লিখতে লিখতে একটি বায়োগ্রাফি রচিত হয়ে গেছে ঘটনাক্রমে। তরুণ ঔপন্যাসিক সাদাত হোসাইনের সম্পাদনায় দ্রুতই শুরু হবে ছাপার কাজ। আমি নিশ্চিত অন্যধারা প্রকাশনী খুব আন্তরিকভাবে কাজটা তত্ত¡াবধান করবে। খুব বেশি চাইনি, আবার নিজেকে খুব বেশি ছোটও ভাবিনি। তবুও কীভাবে যেন আমার মতো অতি সাধারণ একজন আসিফের একটা বই প্রকাশ হতে চলেছে। সত্যিই আল্লাহ মহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিফ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ