Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইএসের ওপর মার্কিন বিমানবাহী রণতরী থেকে হামলা

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী থেকে জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ওপর প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। সুয়েজ খাল দিয়ে ভূমধ্যসাগরে যাওয়ার পর মার্কিন রণতরী ইউএএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে আইএস লক্ষ্যবস্তুতে আঘাত হানতে যুদ্ধবিমান উড়ে যায়। ইরাক ও সিরিয়ায় এ হামলা চালানো হয়েছে। তবে ঠিক কোন জায়গায় আঘাত হানা হয়েছে এবং কতোবার আঘাত হানা হয়েছে এ ব্যপারে কিছুই জানানো হয়নি। এর আগে ২০০৩ সালে সর্বশেষ ইরাক যুদ্ধের সময় বিমানবাহী রণতরী ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার অবস্থানের কারণে বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিরিয়ায় হামলা চালাতে তুরস্কের বিমান ঘাঁটি ব্যবহার করতে হতো যুক্তরাষ্ট্র। তুরস্কের সহযোগিতা ছাড়াও যুক্তরাষ্ট্র যে সিরিয়ার ওপর হামলা চালাতে সক্ষম এ হামলার মাধ্যমে আঙ্কারাকে সেই বার্তাই দিলো ওয়াশিংটন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসের ওপর মার্কিন বিমানবাহী রণতরী থেকে হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ