Inqilab Logo

ঢাকা, সোমবার ২২ জুলাই ২০১৯, ০৭ শ্রাবণ ১৪২৬, ১৮ যিলক্বদ ১৪৪০ হিজরী।

পটুয়াখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ৮:০৭ পিএম

জেলার মির্জাগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে সাহেব আলী সিকদার (৫০) নামের এক গাছ কাটা শ্রমিক মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার দোকলাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ী বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। তার বাবার নাম কদম আলী সিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকলাখালী গ্রামের লিটন নামের এক ব্যক্তির কাছ থেকে রেন্ট্রিসহ বিভিন্ন ক্রয়কৃত গাছ কাটার সময় অসাবধানতাবসত গাছের একটি ডাল (শাখা) গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাহেব আলীর মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. মাছুমুর রহমান বিশ্বাস জানান, গাছ কাটার সময় গাছের একটি অংশ গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ