Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাড়ছে কোডার্স ট্রাস্টের বিস্তৃতি, মৌচাকে পঞ্চম শাখা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 রাজধানীর মৌচাকে নিজেদের পঞ্চম ব্রাঞ্চ খুলেছে ডেনমার্কভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। গতকাল শুক্রবার থেকে যাত্রা শুরু করেছে দেশের সবচেয়ে বড় এই আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির মৌচাক শাখা। কোডার্সট্রাস্টের মৌচাক শাখা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব আব্দুল করিম। উদ্বোধনী বক্তব্যে আব্দুল করিম বলেন, পৃথিবীটা এখন অনেক ছোট হওয় এসেছে। এখন ঘরে বসেই অনেক দূরের কাজ করা যায়। দূরের দেশ থেকে আয় করা যায়। কোডার্সট্রাস্ট আইটি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশের মানুষকে সেই পথটি চিনিয়ে দিচ্ছে। তাদের এই উদ্যোগ দারুণভাবে প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে এছড়াও উপস্থিত ছিলেন সাবেক সচিব নজরুল ইসলাম খান, কোডার্সট্রাস্টের কো-ফাউন্ডার আজিজ আহমেদ, কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী সহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ