Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে ধরলা বিপদসীমার ৩৫ সে.মি ব্রহ্মপুত্র ৩০ সে.মি উপর উপর দিয়ে প্রবাহিত

দু’শতাধিক চরগ্রাম প্লাবিতঃ পানিবন্দি ৪০হাজার মানুষ

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ৯:৪২ এএম

টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের প্রায় দু’শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪০ হাজার মানুষ। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৩০ সে.মি ও ধরলা নদীর পানি বিপদসীমার ৩৫ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার চর যাত্রাপুরের গারুহারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে হুমকির মুখে সদরের হলোখানা ইউনিয়নের সারডোব, উলিপুর উপজেলা বজরা ইউনিয়নের চাঁদনির চর বজরায় এবং রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। এছাড়াও নদ-নদী অববাহিকার সবকটি চরের আমন বীজতলা, পাট, ভুট্রা ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে। নিচু এলাকার ঘর বাড়ি ডুবে যাওয়ায় গবাদীপশু নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। এদিকে পানি বাড়ার সাথে সাথে নদ-নদীর ভাঙন তীব্ররুপ ধারন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ