Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেষ জন্মদিনে যা বলেছিলেন এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১:০১ পিএম

গত ২০ মার্চ ছিল হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন। দিনটি উপলক্ষে জাতীয় পার্টি থেকে ব্যাপক আয়োজন করা হয়। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিকে আহ্বায়ক এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট জন্ম দিবস উদযাপন পরিষদ গঠন করা হয়।

সেদিন ইমানুয়েলস মিলনায়তন সকাল থেকেই পাঁচ শতাধিক নেতাকর্মী স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে। বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনেকে ফুল ও কেক নিয়ে হাজির হন। দুপুর ১২টার দিকে এরশাদ মিলনায়তনে পৌঁছান। তার আগমনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ১২টার কিছু পর ৯০ পাউন্ডের কেক কেটে নিজের জন্মদিনের উৎসবের সূচনা করেন এরশাদ।

৯০তম জন্মদিনে দলীয় নেতাকর্মীর এমন শুভেচ্ছায় আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। কেক কাটার পর এইচএম এরশাদ বলেন, ‘দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাদের দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি, তাই শত ষড়যন্ত্র আমাদের ধ্বংস করতে পারেনি।’

জাতীয় পার্টি প্রসঙ্গে নেতাকর্মীদের প্রশংসা করে এরশাদ বলেন, অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধ্বংস করতে পারেনি, পারবেও না।

এ সময় নেতাকর্মীদের প্রতি দলকে আরও শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সংসদে বিরোধী দলের ভূমিকা রেখে জাতীয় পার্টি গণতন্ত্রকে সমুন্নত রাখছে। জাতীয় পার্টিকে তোমরা আরও শক্তিশালী করে তোলো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ