Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লামায় পানি বন্দী ৩০ হাজার মানুষ, পাহাড় ধসে নিহত ১

লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ৪:১৯ পিএম

বান্দরবানের লামায় টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় লামা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া মধুঝিরি এলাকায় পাহাড় ধসে ১ বৃদ্ধা নিহত আহত হয়েছে আরো ৫জন। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৈরি আবহাওয়ার কারণে গাছপালা ভেঙ্গে বিদ্যুতের লাইনে পড়ায় কয়েক স্থানে খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পানি বন্ধী হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ। নিহত ও আহত পরিবারের মাঝে ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ের জিআর খাত থেকে ৩৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা সদরে ৪টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত ১৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল শনিবার (১৩ জুলাই) বিকেলে বিতরণ করা হয়।

ইতিমধ্যে পৌর এলাকার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন,মিল্কি দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান,প্যানেল মেয়র,মোহাম্মদ হোসেন বাদশা, মো.রফিক কাউন্সিলর,সাইফুদ্দীন কাউন্সিলর সহ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ