Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুসলিম পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা রাজস্থানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের রাজস্থানের রাজসামান্দ জেলায় এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে উন্মত্ত জনতা। শনিবারের ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কুনওয়ারিয়ার বাসিন্দা ছিলেন প্রধান কনস্টেবল আবদুল গনি (৪৮)। তার একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। শনিবার তিনি তার সেই জমি দেখতে গেলে সেখানে একদল লোকের সঙ্গে তার বিরোধ বাধে। এক পর্যায়ে উন্মত্ত জনতা তাকে মারধর করতে শুরু করেন। এতে ওই পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন। পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় রাজ্যের পুলিশ দফতর হতবাক হয়ে গেছে। যারা ওই কনস্টেবলকে মারধর করেছেন তাদের চিহ্নিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সা¤প্রতিক সময়ে রাজস্থানে এ ধরনের হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। গত বছর গরু পাচারের ঘটনাকে কেন্দ্র করে রাকবার খান নামে ২৮ বছর বয়সী এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ