Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনা ব্যবসায়ীদের ফিরে যাওয়ার দাবিতে হংকংয়ে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

এবার চীনা ব্যবসায়ীদের দেশে ফেরত যাওয়ার দাবিতে হংকংয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার চীন সীমান্তবর্তী শিয়াং শুই শহরে এ ঘটনা ঘটেছে। দীর্ঘ দিন ধরেই মূল ভূখন্ড চীনের ব্যবসায়ীদের বিরুদ্ধে শিয়াং শুই শহরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত ছিল। হংকংয়ের বাসিন্দাদের দাবি, চীনা ব্যবসায়ীরা মুদ্রাস্ফীতি উস্কে দিচ্ছে, সম্পত্তির মূল্য নিয়ন্ত্রণ করছে, কর ফাঁকি দেয় এবং নগরীর পরিচয়কে কলঙ্কিত করছে। শনিবার বিক্ষোভে অংশগ্রহণকারীরা চীনের দাপ্তরিক ভাষা ম্যান্দারিনেই শ্লোগান দেয়। তারা চীনা ব্যবসায়ীদের তাদের দেশে ফিরে যাওয়ার দাবি জানায়। বিক্ষোভ র‌্যালিটি স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল। ব্যস্তসময়ে বের হওয়া এ বিক্ষোভ মিছিল ভঙ্গ করতে পুলিশ পিপার স্প্রে করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ছাতা ও মাথায় থাকা শক্ত টুপি ছুড়ে মারে। স¤প্রতি অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ে ব্যাপক বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও গণতন্ত্রপন্থীরা। আন্দোলনের মুখে চীনপন্থী হিসেবে পরিচিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটিকে ‘মৃত’ ঘোষণা করেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ