Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রায় হয়নি নোমানের মামলার, ফের সাক্ষ্য ১ আগস্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ৩:৫৪ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রায় আজ (১৫ জুলাই) ঘোষণা করা হয়নি। মামলাটির আবারও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন এ দিন ধার্য করেন।


এদিন মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। নোমানের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য একটি আবেদন করেন। আবেদনে তিনি বলেন, মামলার কিছু সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাদ পড়েছে। আমরা আপনার আদালতে তা নামঞ্জুর হওয়ার পর উচ্চ আদালত আবেদন করি। উচ্চ আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন। এসময় তিনি উচ্চ আদালতের আদেশনামা দাখিল করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় সাক্ষ্যগ্রহণের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন।

১৯৯৭ সালের ৭ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ওপর অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর নোমানের সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুদক। ওই বছরের ২৬ অক্টোবর নোমান নোটিশ গ্রহণ করেন। নোটিশ পাওয়ার পর তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও করেননি।

এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানায় দুদকের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে মামলা করেন। ২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জ গঠন (অভিযোগ) করেন আদালত। মামলার আটজন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে সাতজন সাক্ষ্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ