Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শোকাস্তব্ধ বিশ্বক্রীড়াঙ্গন

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

শতাব্দীর সেরা ক্রীড়াবিদ ‘দ্য গ্রেটেস্ট’ মুহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব। বিবৃতি-ক্ষুদে বার্তায় মুহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছেন বিশ্ব নেতা ও তারকা ব্যক্তিত্বরা। তারা একইসঙ্গে সমবেদনা জানাচ্ছেন মরহুম মুহাম্মদ আলীর পরিবার ও শুভানুধ্যায়ীদেরও। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও। শোকের অন্ধকার নেমে আসে ক্রীড়াবিদদের ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও- আলীর ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াইয়ের প্রতিদ্ব›দ্বী ও তার বন্ধু বক্সার জর্জ ফোরম্যান এভাবে জানান নিজের ব্যথা, ‘মুহাম্মদ আলী চলে যাওয়ায় যেন আমার একটি অঙ্গ হারিয়ে গেল। তিনি আমার জীবনে অমূল্য রতন।’
আরেক কিংবদন্তি বক্সার মাইক টাইসন তার টুইটার বার্তায় বলেন, ‘স্বয়ং ঈশ্বর এসেছিলেন চ্যাম্পিয়ন হতে। আলী ছিলেন একজন মহান বক্সার...!’
আরেক বক্সার ফ্র্যাঙ্ক ব্রæনো টুইট করেন, ‘মনুষ্যত্বের ঈশ্বর তিনি। কাছের মানুষ বন্ধু। তাকে দেখে অনুপ্রেরণা পাই।’ স্প্রিন্টার ক্যাথি ফ্রিম্যান তার টুইটার বার্তায় বলেন, ‘তিনি বিশ্বের একজন মহান মানুষ। তার নাম ও খ্যাতি সারাজীবন মনে রাখবে মানুষ।’ বক্সার অস্কার দে লা হোয়া টুইট করেন, ‘তিনি একজন কিংবদন্তি। আলী বক্সিংয়ে বিপ্লব এনে দিয়েছিলেন। তিনি ছিলেন সত্যিকারের চ্যাম্পিয়ন।’
রাগবি খেলোয়াড় জারেড হেন টুইটারে বলেন, ‘মুহাম্মদ আলী ছিলেন সবার অনুপ্রেরণা। তার আত্মার শান্তি কামনা করছি।’ ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেওয়াগ তার টুইটার বার্তায় মুহাম্মদ আলীর একটি বাণী উদ্ধৃত করে তাকে চ্যাম্পিয়ন বলে স্মরণ করেন। এছাড়া, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোক জানাচ্ছেন মুহাম্মদ আলীর মৃত্যুতে। তারা মরহুম আলীর আত্মার শান্তিও কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোকাস্তব্ধ বিশ্বক্রীড়াঙ্গন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ