Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক আসাদ (২৭) নামে এক বাংলাদেশি মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে। আহত মাদক ব্যবসায়ী হলেন- শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমা বাগিচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে আসাদ আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২/২ এস পিলার দিয়ে ফেনসিডিল পার করছি। এসময় মাদক ব্যবসায়ী আসাদ ২৪ সি কোম্পানি নওদাপাড়া বিএসএফের সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে আসাদের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সে পালিয়ে আসতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধ আসাদকে স্থানীয় চিকিৎসক মোতাহার হোসেন নামে এক ডাক্তারের অধীনে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে উপর চাকপাড়া বিওপির কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি সীমান্তে বোমার শব্দ শুনেছেন বলে জানান। আসাদের বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ