Inqilab Logo

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কাজী হায়াতের ৫০তম সিনেমার শুটিং শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

কাজী হায়াতের ক্যারিয়ারের ৫০তম সিনেমা বীর-এর শূটিং শুরু হয়েছে। গত সোমবার এফডিসির কড়ইতলায় সিনেমাটির শূটিং শুরু হয়। সিনেমাটি প্রযোজনা করছেন চিত্রনায়ক শাকিব। সহ-প্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল। গত বছরই সিনেমাটির শূটিং শুরু হওয়ার কথা ছিল। কাজী হায়াৎ অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। সুস্থ্য হয়ে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেছেন। সিনেমাটি নিয়ে কাজী হায়াত বলেন, আমি আমার সব সিনেমায় সমাজের কথা বলেছি। অন্যায়, অবিচারের বিরুদ্ধে সিনেমার মাধ্যমে প্রতিবাদ করেছি। আমার ৫০তম সিনেমাটিও সেরকম হতে যাচ্ছে। আমি শাকিব খানের কাছে কৃতজ্ঞ যে, তিনি আমার এই যাত্রায় সাথী হয়েছেন। শাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা নায়ক। সেরা নায়ক নিয়ে নির্মিতব্য সিনেমাটি সেরা হবে বলে আমার বিশ্বাস। শাকিব খানও চাইছেন আমার ৫০তম সিনেমাটি স্মরণীয় করে রাখতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন