Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০১৫ সালে স্মার্টফোন সরবরাহ হয়েছে রেকর্ডসংখ্যক

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট ঃ বিশ্বব্যাপী সর্বোচ্চ সংখ্যক স্মার্টফোন সরবরাহ হয়েছে ২০১৫ সালে। স্মার্টফোনের ব্যবসা গত বছর এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন দেশে ১৪০ কোটি ইউনিটের বেশি সরবরাহ হয়েছে প্রযুক্তি পণ্যটির। আর এ খাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন। খবর এএফপি। বৈশ্বিকভাবে স্মার্টফোনের সরবরাহ আগের বছর থেকে ২০১৫ সালে বেড়েছে ১০ শতাংশ। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) দেয়া প্রাথমিক তথ্যমতে, এ সময়ে সারা বিশ্বে মোট ১৪২ কোটি ৯০ লাখ ৮ হাজার ইউনিট স্মার্টফোন এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে। যা অন্য যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি। ২০১৪ সালে পণ্যটির বিশ্বব্যাপী সরবরাহের সংখ্যা ছিল ১৩০ কোটি ৪ লাখ ইউনিট। সম্প্রতি আইডিসি এ তথ্য জানিয়েছে। আইডিসির তথ্যমতে, ২০০৯ সালে বিশ্বজুড়ে স্মার্টফোনের সরবরাহ ছিল ১৭ কোটি ৩৫ লাখ ইউনিট। পরের বছর তা ৭৫ দশমিক ৬১ শতাংশ বেড়ে হয় ৩০ কোটি ৪৭ লাখ ইউনিট। ২০১১ সালে ৩৮ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সংখ্যাটি দাঁড়ায় ৪৯ কোটি ৪৫ লাখ ইউনিটে। পরের বছর তা বেড়ে হয় ৭২ কোটি ৫৩ লাখ, যা আগের বছর থেকে ৪৬ দশমিক ৬৭ শতাংশ বেশি ছিল। ২০১৩ সালে এটি ৪০ দশমিক ৫৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০১ কোটি ৯৭ লাখ ইউনিটে পৌঁছে। ২০১৪ সালে পণ্যটির বিশ্বব্যাপী সরবরাহ বাড়ে আরো ২৭ দশমিক ৭৮ শতাংশ। শতাংশের হিসাবে ২০১০ সালে পণ্যটির সরবরাহ বেড়েছে সবচেয়ে বেশি। প্রসঙ্গত, সে সময়টি ছিল এ প্রযুক্তির উত্থানের কাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২০১৫ সালে স্মার্টফোন সরবরাহ হয়েছে রেকর্ডসংখ্যক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ