Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লক্ষ্ণীপুরে ৪ পৌরসভার কার্যক্রম স্থবির

বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা

লক্ষ্ণীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ২:৪৭ পিএম

পৌর কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়েছে লক্ষ্ণীপুর জেলার চার পৌরসভার কার্যক্রম। পৌর এলাকা পরিস্কার-পরিছন্নবন্ধ সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।

জানা গেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পরিশোধ এবং পেনশনের দাবিতে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে রামগঞ্জ, রায়পুর, লক্ষ্ণীপুর ও রামগতি পৌরসভার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এসব পৌরসভার সব দপ্তরে তালা ঝোলানো এতে পৌর দপ্তরগুলো অনেকটা জনশূন্য রয়েছে ।

লক্ষ্ণীপুর জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন হেলাল বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা এবং পেনশনের দাবিতে জেলার কর্মসূচি শেষে বর্তমানে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকায় অবস্থান করবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থবির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ