Inqilab Logo

ঢাকা, রোববার, ১৮ আগস্ট ২০১৯, ০৩ ভাদ্র ১৪২৬, ১৬ যিলহজ ১৪৪০ হিজরী।

‘৭৫-পরবর্তী ষড়যন্ত্রক‌ারীদের সঙ্গে প্রিয়া সাহার যোগসূত্র খ‌তি‌য়ে দেখ‌তে হ‌বে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১০:১৫ পিএম

‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারাআমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন, সে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব। তিনি বলেন, ‘প্রিয়া সাহার এই বক্তব্যের সঙ্গে ১৯৭৫ সালের পরে বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করেছিলেন, তাদের কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানাই।’রবিবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব ব‌লেন, ‘আপনারা ২০০১ থে‌কে ২০০৬ সাল পর্যন্ত দে‌খে‌ছেন দে‌শের অবস্থা। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দি‌য়ে দে‌শে যে ষড়যন্ত্র হ‌য়ে‌ছি‌ল, তা এখ‌নও হ‌চ্ছে। তার অংশ হিসে‌বে এটা কিনা, তা খতি‌য়ে দেখ‌তে হ‌বে।’

সংগঠ‌নের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রিয়া সাহার ঘটনাটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় বলে ধরে নেওয়া যায়। এই ঘটনার দায় সোজাসাপ্টা কথায় কেউ এড়িয়ে যেতে পারে না। সুষ্ঠু তদন্তে অবশ্যই থলের বিড়াল বেরিয়ে আসবে। তিনি কাদের প্ররোচনায় কোনও উদ্দেশ্যে মিথ্যাচার করেছেন, সে বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সা‌বেক সদস্য স‌চিব না‌সিম উ‌দ্দিন, উত্তম কুমার বড়ুয়া প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়া সাহা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ