Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গণরোষেই বেগম জিয়ার রাজনৈতিক পতন হয়েছে

সাংবাদিকদের তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

গণরোষেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি একবার বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, একবার সরকার পতনের জন্য গণ-আন্দোলন তৈরি করবে- এ রকম বহু কথা আমরা গত ১০ বছরের বেশি সময় ধরে আমরা শুনে আসছি, যা অন্তঃসারশূন্য হুমকি-ধমকি হিসেবে প্রমাণিত। তিনি বলেন, তারা হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, নির্বাচন বন্ধ করার অর্থাৎ মানুষের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা চালিয়েছে। তাদের এসব জনবিরোধী অপতৎপরতার কারণে গণরোষে ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে; বরং আমি বিএনপিকে অনুরোধ জানাব জনগণকে আস্থায় আনার চেষ্টা করতে বলেন মন্ত্রী।

দেশে অশান্তি বিরাজ করছে বিএনপি’র এমন মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, আজকে দেশে যে শান্তি-স্থিতি বিরাজ করছে, এটি পুরো বিশ্বস¤প্রদায় স্বীকার করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলঙ্কা গিয়ে বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, তার অনন্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় শুধু নয়, ক্রয়ক্ষমতাও আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্ব যা বলছে, সেটির বিপরীতে যখন মির্জা ফখরুল ইসলাম কথা বলেন, তখন তা হাস্যকর হয়ে যায়।

প্রিয়া সাহার বিষয়টি অবশ্যই তদন্ত হবে
এ সময় মার্কিন প্রেসিডেন্টের কাছে অভিযোগকারী প্রিয়া সাহার বিষয়ে প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, প্রিয়া সাহার বক্তব্য অবশ্যই দেশের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে ধর্মীয় স¤প্রীতি বিরাজ করছে, তা আজকে পৃথিবীব্যাপী প্রশংসিত। সেই প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য অবান্তর। তার এ বক্তব্যের সাথে বাংলাদেশের সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরা দ্বিমত পোষণ করেছেন, এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি কিভাবে তাদের প্রতিনিধি হলেন- সেটি অবশ্যই তদন্তের বিষয়। এ বিষয়ে কী করা হবে সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু সে বক্তব্য দেশের শান্তি-স্থিতি বিনষ্ট করছে কি না সেটি দেখার বিষয়? নিশ্চয়ই এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
এ বিষয়ে প্রিয়া সাহার স্বামীর প্ররোচনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, আইন বলে, স্বামীর অপরাধে স্ত্রী অপরাধী নয়, স্ত্রীর অপরাধে স্বামী অপরাধী নয়। কিন্তু এ বক্তব্যের সাথে স্বামীর কোনো প্ররোচনা আছে কি না, সেটি অবশ্যই তদন্তের বিষয় হতে পারে।

তথ্য মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার
পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী। দপ্তরপ্রধান হিসেবে ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর, কর্মকর্তাদের মধ্যে উপ-সচিব নাসরিন পারভীন ও কর্মচারীদের মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মো. জাকির হোসেন এ পুরস্কার গ্রহণ করেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও দপ্তরপ্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ