Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ০৭ ভাদ্র ১৪২৬, ২০ যিলহজ ১৪৪০ হিজরী।

৮ শর্তে খুলনায় সমাবেশের অনুমতি পেলো বিএনপি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:৪০ পিএম

খুলনা বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। ৮টি শর্তে মহানগরীর শহীদ হাদিস পার্কে ২৫ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় সমাবেশের এ অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। একইসঙ্গে অনুমতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন। রোববার (২১ জুলাই) দুপুরে সমাবেশ বাস্তবায়নের সাংগঠনিক উপ কমিটির আহবায়ক ও নগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তিসহ গণদাবিতে ২৫ জুলাই (বৃহস্পতিবার) খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ