Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাপানে সংসদের উচ্চকক্ষে আবের জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ৪:৩৪ পিএম

জাপানের সংসদের উচ্চকক্ষের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো আবের দল এলডিপি ও তার জোট। কিন্তু রোববার এই নির্বাচনে এলডিপি জোট দুই-তৃতীয়াংশ আসন লাভে ব্যর্থ হওয়ায় এ সরকারের আমলে আর সংবিধান পরিবর্তন করতে পারবে না। জাপানের সংবিধান পরিবর্তন করতে চাইলে কোন দল বা জোটের দুই-তৃতীয়াংশ আসন পাওয়া জরুরি। খবর বার্তা সংস্থা কিয়ডোর।

নির্বাচনে এক কোটি ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী সপ্তাহে সরকারিভাবে ভোটের ফল ঘোষণা করা হবে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৫ বার জাতীয় নির্বাচনে জয়ী হলো এলডিপি । তবে আগামী ২০২১ সালের জাতীয় নির্বাচনে অংশ নেবেন না বলেই আগেই ঘোষণা দিয়েছেন শিনজো আবে। প্রধানমন্ত্রী শিনজো আবে সংবিধান পরিবর্তনের পক্ষে জন সমর্থন চেয়েছেন। অন্য কোনো দল তার জোটকে সমর্থন দিলেই কেবল তা সম্ভব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ