Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে বন্যায় রেলপথ ছিঁড়ে চিলমারী শহর পানিবন্দী

৮দিন ধরে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ৬:২৪ পিএম

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও চিলমারীর মানুষ এখনো রয়েছে পানির নীচে। টানা এক সপ্তাহ ধরে গোটা চিলমারীর মানুষ পানিবন্দী। চিলমারীর কাঁচকল বাঁধ ছিঁড়ে যাওয়ার পর তিনদিন আগে কুড়িগ্রাম-চিলমারী রেলসড়ক সেতুর ৬০গজ জায়গা ছিঁড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এই উপজেলার ৬ ইউনিয়নের সোয়া লক্ষাধিক মানুষ। বাড়ীঘর ডুবে যাওয়ায় বন্যাকবলিত সহস্রারাধিক পরিবার আশ্রয় নিয়েছে পুরো রেলসড়ক জুড়ে। ফলে কুড়িগ্রাম-চিলমারী রেল যোগাযোগ ৮দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে।
চিলমারীর রমনা বাজার রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরে ছোট কুষ্টারী নামক এলাকায় বিগত ৮৮ সালের বন্যাতেও এই জায়গাটি পানির তোড়ে ভেঙে যায়। বারবার একই জায়গায় ভাঙন হওয়ায় এলাকাবাসীর দাবি এখানে একটি নতুন করে রেলব্রীজ নির্মাণের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ