Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুড়িচংয়ে সহস্রাধিক চারা বিতরণ

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িচং উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে গতকাল বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা নার্সারিতে সম্পূর্ণ সরকারিভাবে উৎপাদিত এ সমস্ত গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আখলাক হায়দার। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান। আমন্ত্রিত অতিথি ছিলেন ষোলনল ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা ফরেস্টার, আ.লীগ নেতা মিজানুর রহমান লিটন মেম্বার। উপস্থিত ছিলেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোসা. শাহিনা আক্তার, মো. মোখলেছুর রহমানের ছিলেন মো. নাসির উদ্দীন, মো. জাকির হোসেন, মো. ইছমাইল হোসেন, মো. আলীম উল্লাহ্ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ