Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭, ২২ যিলক্বদ ১৪৪১ হিজরী
শিরোনাম

ফুলপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৩:২৯ পিএম

ময়মনসিংহের ফুলপুরে চার সন্তানের জননী বেদেনা (৪০) নামে এক গৃহবধুর নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের পূর্ব ইমাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মত আজ বুধবার সকালে বেদেনার স্বামী দুলাল মিয়া ও তার বড় ছেলে নাস্তা খেয়ে অটো রিকশা নিয়ে বাহিরে চলে যায়। এদিকে তার শ্বাশুড়ীও ঋণের কিস্তি দিতে পাশের বাড়ি গেলে সে খালি বাড়িতে একা ছিল। একা থাকার সুযোগে বেদেনা নিজ ঘরে ধন্নার সাথে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। লোকজন এসে দেখতে পেয়ে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ফুলপুর থানার এসআই বদিয়ার ও এএসআই আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করে বেদেনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনার পর থেকে বেদেনার স্বামী অটো চালক দুলাল মিয়া পলাতক রয়েছে।

পয়ারি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য কাজিম উদ্দিন ও স্থানীয় এমদাদুল হক বলেন, বেদেনা মাঝে মাঝেই রাগ করে উপজেলার বাঘেধরা গ্রামে বাপের বাড়ি চলে যেত।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুলন্ত লাশ
আরও পড়ুন