Inqilab Logo

রোববার, ০৫ ডিসেম্বর ২০২১, ২০ অগ্রহায়ণ ১৪২৮, ২৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

এবার ভারতে ছেলেধরা সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১১:৩৮ এএম

এবার ভারতেও ছেলেধরা সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দেশটির জলপাইগুড়ির নাগরাকাটায় এই ঘটনা ঘটে। ইতোমধ্যে এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সোমবার জলপাইগুড়ি এলাকায় ছেলেধরা সন্দেহে একজনকে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান ওই ব্যক্তি।

এ সম্পর্কে স্থানীয় পুলিশ কর্মকর্তা দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, আমরা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, কোনও শিশু অপহরণের ঘটনা ঘটেনি। এটা লোকজনের ছড়ানো গুজব। আর এ ধরনের গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে সবাইকে সতর্কও করে দিয়েছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনিতে নিহত


আরও
আরও পড়ুন