ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিল, মা পড়লেন নিচে শিশু ট্রেনে

ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী।
সাভারে ‘ছেলেধরা’ সন্দেহে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় সাব্বির হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক সাব্বির হেমায়েতপুরের হরিনধারা বাগবারী এলাকার খোরশেদ আলমের ছেলে এবং তেঁতুলঝোড়া কলেজের শিক্ষার্থী।
সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. এমারৎ হোসেন জানান, ছেলেধরা গুজবে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় সংগৃহীত ভিডিও ফুটেজ থেকে তাকে চিহ্নিত করে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।