Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মৌসুম শুরুর আগে দুশ্চিন্তায় জিদান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ৬:০৩ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এখন নতুন মৌসুম শুরুর অপেক্ষা। এমন সময় দলে ইনজুরিগ্রস্থ খেলোয়াড়ের তালিকা দিনকে দিন বড় হচ্ছে রিয়াল মাদ্রিদের। এ নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছেন বার্নাব্যু কোচ জিনেদিন জিদান।
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে রিয়াল এখন যুক্তরাষ্ট্রে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পুরোদমে চলছে তাদের অনুশীলন। আগামীকাল ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে জিদানের দুশ্চিন্তা বাড়িয়েছেন কিছুদিন আগে বার্নাব্যুতে যোগ দেওয়া ফরাসি লেফ্ট-ব্যাক ফেরল্যান্ড মেন্ডি। গোড়ালির ইনজুরিতে পড়েছেন ২৪ বছর বয়সী। ব্রাহিম দিয়াজ (ঊরু) ও মার্কো অ্যাসেনসিওর পর রিয়ালের ইনজুরির তালিকায় যুক্ত হওয়া তৃতীয় নাম মেন্ডি। এমন পরিস্থিতিতে ‘দুশ্চিন্তা ও বিরক্তি’ প্রকাশ করেছেন কোচ জিদান, ‘এটা আমাকে চিন্তিত করছে এবং সব মিলে এটা বিরক্তকর।’
‘মার্কোর পর ফেরল্যান্ড। ফেরল্যান্ডের ইনজুরি গুরুতর নয়, তবে আমরা এখন একসাথে কাজ করার মত অবস্থায় নেই এবং আমরা জানি না এটা কত দিনের জন্যে। এটাই ঘটছে এবং আমরা তার দ্রুত ফেরার অপেক্ষায় থাকব।’
নয় মাসের লম্বা সময় অ্যাসেনসিওকে পাবেন না জিদান। হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে ২৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের। তার পরিবর্তে দলে কেউ যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নে জিদান বলেন, ‘আমি জানি না মার্কোর পরিবর্তে কে যোগ দিতে যাচ্ছে।’ তিনি বলেন, ‘মার্কোর ইনজুরিতে আমরা বিধ্বস্ত এবং যারা এখানে আছে তাদের নিয়েই আমরা প্রস্তুতি সারছি এরপর মাদ্রিদে ফিরব।’
এর আগে ওয়েলশ তারকা গ্যারেথ বেলের দলত্যাগের বিষয়টি ‘প্রায় চূড়ান্ত’ বলে জানান জিদান। মাদ্রিদ ডার্বি নিয়ে ‘জিজু’র মন্তব্য, ‘এটা ভালো একটা ম্যাচ হবে বলে আমি মনে করি। আমরা জানি আমাদের প্রতিপক্ষ ভালো দল যারা লড়াই করে এবং আমরা ভালো একটা খেলার জন্য চেষ্টা করতে যাচ্ছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিদান

৯ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ