Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিতাস সদর ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা স্থগিত

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা

গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এরমধ্যে তিতাস উপজেলা সদর ইউনিয়নের একটি কেন্দ্রে গোলযোগের কারণে চেয়ারম্যান ঘোষণা হয়নি। তিতাস উপজেলা নির্বাচন অফিসার ইনকিলাবকে জানান, উপজেলা সদর ইউনিয়নের ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে। শুধু কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর-সমর্থকদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হওয়ার কারণে এই কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। স্থগিত এই কেন্দ্রের ভোটারের সংখ্যা ১৮৯১। বাকি ১১টি কেন্দ্রে নৌকা মার্কার প্রার্থী তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া পেয়েছে ৪০৬৮ ভোট, আর নাঙ্গল মার্কার প্রার্থী মো. মোশারফ হোসেন পেয়েছে ২৩৩৭ ভোট। ১১টি কেন্দ্রের ফলাফলে নৌকা ১৭৩১ ভোটে এগিয়ে আছেন। শুধু ১৮৯১ ভোটের কলাকান্দি কেন্দ্রটি স্থগিত রয়েছে। ফলে এই ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা করা হয়নি। তিনি বলেন, চেয়ারম্যান ঘোষণার ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিতাস সদর ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা স্থগিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ