Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আশুলিয়ায় ককটেল বিস্ফোরণে আহত ৪

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাউফুর রহমান পরাগ, আশুলিয়া থেকে

আশুলিয়ার পলাশবাড়ী এলাকার হাজী জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে গতকাল সোমবার সকালে একটি খাবারের হোটেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হোটেলের ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে সম্রাটের অবস্থা আশঙ্কা থাকায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাকিরা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পার্শ্বের হোটেলের কর্মচারী রুহুল আমিন জানায়, গতকাল সোমবার সকাল ৬টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার হাজী জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে সুমাইয়া নামক একটি খাবারের হোটেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শৈকত নামের আরো একজন প্রত্যদর্শী জানায়, ওই হোটেলের কর্মচারী সম্রাট (১৬) হোটেলের ভেতরে পরিষ্কার করে লাকড়ি স্থানান্তর করছিলো। এসময় লাড়কির নিচে একটি আঠালো টেপ পেঁচানো বলের মতো দেখতে পায়। পরে সে ওই টেপ পেচানো বলটা হাতে নিয়ে টেপ খুলতে গেলে হঠাৎ বিস্ফোরিত হয়। সাথে সাথে সম্রাটের হাতের এক অংশ বিশেষ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়েছে। পরে তার অবস্থা আশঙ্কা থাকায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হোটেলের মালিক ইব্রাহীম ও উপস্থিত থাকা বিল্লাল ও জয়নাল গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয় হাসপাতাল এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে আশলিয়া থানা পুলিশ, ডিবি পুলিশ ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির সৈকত নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, ঘটনাটি রহস্যজনক তবে তদন্ত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশুলিয়ায় ককটেল বিস্ফোরণে আহত ৪
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ