Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকায় বেনাপোলের মেয়ে রুমানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু

বেনাপোল সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৬:৪৫ পিএম

ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে রুমানা ইয়াসমিন(২৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মারা গেছেন।
রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুমানা বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং ঢাকাস্হ বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রুমানা ঢাকাতে দীর্ঘদিন বসবাস করে আসছেন।সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর তিনি মারা যান।

রুমানার মৃত্যুর পর আজ তার লাশ বেনাপোলস্থ বাবার বাড়ি সাদিপুর গ্রামে আনা হয়। সেখানে আসর বাদ নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মহসিন মিলন। বেনাপোল অফিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ