Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তিসহ উপকরণ বিতরণ

নাচোল (চাপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৭:০২ পিএম | আপডেট : ৭:১৭ পিএম, ২৭ জুলাই, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের নাচোল উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ,কম্পিউটার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কাউটস পোশাক বিতরণ করা হয়েছে। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এজেডএম নুরুল হক এ সব শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম,নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ,আদিবাসি একাডেমির সভাপমি যতিন হেমব্রম। ৬শ’ ৭৬জন শিক্ষার্থীর মাঝে ৬লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং ৩শ’ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ২৪৯জনকে ৫শ’করে ১লাখ ২৪হাজার ৫শ’টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৫০জনকে ৮শ’ করে ১লাখ ২০হাজার টাকা, স্নাতক শ্রেণীর ৭৭জনকে ১হাজার ৫শ’ করে ১লাখ ১৫হাজার ৫শ’টাকা এবং প্রাক-প্রাথমিক ৫ম শ্রেণীর ২শ’ জন শিক্ষার্থীকে ২শ’টাকা করে ৪০হাজার টাকার শিক্ষাবৃত্তি ও ১টি করে হ্যান্ডওয়াস দেওয় হয়েছ। এছাড়া ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ১শ’জন শিক্ষার্থীকে ১টি করে রেইন কোট, পানির বোতল ও জ্যামিতি বক্র , একাদশ - দ্বাদশ ও স্নাতক শ্রেণীর ১শ’জনকে ১টি করে কলেজ ব্যাগ এবং প্রাক-প্রাথমিক ৫ম শ্রেণীর ১শ’ জন শিক্ষার্থীকে রেইন কোট, ড্রয়িং খাতা, রং পেনসিল, ওয়াটার পট দেওয়া হয়েছে। আদিবাসি একাডেমির জন্য ১টি কম্পিউটার সেটসহ সাংস্কৃতি উপকরণ এবং ইলামিত্র একাডেমির জন্য ১৭হাজার টাকার বই দেওয়া হয়েছে। অপর দিকে ভিক্ষুক পুর্নবাসনের লক্ষে নাচোল পৌর সভার ২জন ভিক্ষুককে ১টি করে ২টি ব্যাটারি চালিত ভ্যান দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ