প্রশ্ন : আমি সৌদি আরবে লেবার পোস্টে একটা চাকরীতে ঢুকি। পরে তারা আমার যোগ্যতা দেখে কম্পিউটার অপারেটর হিসাবে প্রমোশন দেয়। বেতন বাড়ানোর কথা ছিল, কিন্তু বেতন বাড়ায়নি। এখন যে পোস্টে আছি, তা লেবার পোস্টের দ্বিগুণ বেতন পাওয়ার কথা। দু’বছর যাবত তারা শুধু আশ্বাসই দিচ্ছে? আমার এখন কি করণীয়?
উত্তর : ধৈর্য ধরে কাজে লেগে থাকুন। সুযোগ সুবিধা মতো তাদের বিষয়টি স্মরণ করিয়ে দিন। উত্তম সুযোগ পেলে কর্মক্ষেত্র বদলে ফেলুন। এমন অবস্থায় অল্প আয়ে