Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯ আশ্বিন ১৪২৭, ০৬ সফর ১৪৪২ হিজরী

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশনের স্মারকলিপি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা গতকাল সোমবার সকালে আইন সচিবের বরাবর স্মারকলিপি প্রদান করেছে। সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আবু আহসান হাবিবের মাধ্যমে স্মারকলিপিটি আইন বিচার ও সংসদ বিষয়ক সচিবের কাছে পৌছে দেওয়ার জন্য প্রদান করা হয়। বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর পক্ষে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান স্মারকলিপিটি গ্রহন করেন। সারাদেশের অধ:স্তন আদালতে কর্মরত কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভুক্ত, সকল বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের দাবিতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে এই স্মারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়। স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সেক্রেটারি আসাফ-উদ-দৌলা মাসুম, জেলা সভাপতি মো. জহুরুল হক, জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিয়ার রহমান, আসলাম হোসেন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল রানাসহ বিচারাঙ্গনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম বলেন, সরকার আমাদের ন্যয্য দাবি সমুহ মেনে নিয়ে সুবিচার করবেন বলে আমাদের বিশ্বাস। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন