Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজাপুরে এক সপ্তাহে পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু!

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে গত এক সপ্তাহে পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু হয়েছে। শিশু মৃত্যুর এ ঘটনায় অভিভাবক মহল ও উপজেলা প্রশাসন উদ্বিগ্ন। পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সকলকে সচেতন হওয়ার আহবানও জানিয়েছেন ইউএনও। সর্বশেষ গতকাল সোমবার সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের নরুন্নবী হাওলাদারের মেয়ে ইতি আক্তার (৫) নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এর আগে আরও ৬ শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্টার্ডের রেকর্ডকৃত তথ্য মতে, গত ২৬ মে দুপুরে বলাইবাড়ি গ্রামের মোকাম্মেল হোসেনের ছেলে রিয়াজ হোসেন (৬), ১ জুন উপজেলার গোপালপুর গ্রামের হাদিস হোসেনের ছেলে মঈনুদ্দীন হোসেন (২), ২ জুন উপজেলার সাতুরিয়া গ্রামের সগীর হোসেনের মেয়ে মরিয়ম (২), ৩ জুন আঙ্গারিয়া গ্রামে এক শিশু (৪), ৪ জুন উপজেলার সীমান্তবর্তী গোসমতারা গ্রামের মিরাজ হোসেনের ছেলে জুলহাস (১৩ মাস), ৫ জুন বড় কৈবর্তখালি গ্রামের কাওসার হোসেনের মেয়ে রিয়া (৩) নিজবাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়। এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার গোলাম আজম জানান, পরিবারের লোকজনের অসচেতনতার কারনে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বেড়ে গেছে। এ বিষয়ে ইউএনও এবিএম সাদিকুর রহমান জানান, বিষয়টি উদ্বেগজনক। পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান ইউএনও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাপুরে এক সপ্তাহে পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ