Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার ক্রাস কর্মসূচি গ্রহন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ৪:৫৯ পিএম

ডেঙ্গু জীবানুবাহী এডিস মশা নিধনে কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে ক্রাস কর্মসূচি গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা, শাহীনুর রহমান সরদার প্রমুখ।
পৌর মেয়র নিজেই ফকার মেশিন চালিয়ে স্প্রে’র মাধ্যমে জলাশয় ও ভাসমান স্থানে মশা নিধন কার্যক্রম শুরু করেন। তিনটি মেশিনের মাধ্যমে পুরো হাসপাতাল জুড়ে কর্মকান্ড দেখতে ভীড় জমান স্থানীয় অধিবাসীরা। এসময় পৌরসভার কাউন্সিলসহ পৌর কর্মচারীরা উপস্থিত ছিলেন। চলমান এ কার্যক্রম প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ