Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নবদীপের চিকিৎসায় সাহায্যের আবেদন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

নেত্রকোনা পৌর শহরের নাগড়া শিববাড়ি এলাকার আলহাজ মতিয়র রহমান একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র নবদীপ চন্দ্র সাহার (৭) হার্টে ছিদ্র ধরা পড়েছে। পৃৃথিবীর আলো দেখেছে সবে মাত্র ৭ বছর। এখনও ভাল করে দেখা হয়নি জগতটাকে। চঞ্চল এ বয়সে দূরন্তপনাই ছিল তার কাছে কাম্য। অথচ বিধাতার অমঘ নিয়তি তার সে দূরন্তপনা কেড়ে নিয়েছে। সে হত-দরিদ্র স্বর্ণের দোকানের কারিগর রিপন সাহার ছেলে। সারাদিন তার নুন আনতে পান্তা ফুরায়। জন্মের ৬ মাস পর ধরা পড়ে দূরারোগ্য মরণব্যধি হার্টে ছিদ্র। এতোদিন ঔষুধেই চলছিল চিকিৎসা। দিন যতই গড়াচ্ছে ছিদ্রের পরিধিও বাড়ছে। দিনে দিনে কাহিল হয়ে পড়ছে নবদীপ। তাকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. এ এস এম মাহমুদুজ্জামানের তত্বাবধায়নে চিকিৎসাধিন রয়েছে। চিকিৎসক জানান, তাকে সুস্থ করে তুলতে হলে দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের জন্য সাড়ে ৪ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার হত-দরিদ্র বাবা মায়ের পক্ষে এ মূহুর্তে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। ফলে সে এখন চোখেমুখে শুধুই অন্ধকার দেখছে। অসহায় রিপন সাহা তার শিশু পুত্র নবদীপকে বাঁচাতে দেশের বৃত্তশালী স্ব হৃদয়বান ব্যক্তিদেরকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা ডাচ বাংলা ব্যাংক হিসাব নং ২৪১.১৫১.১৮৪২৩৯, নেত্রকোনা শাখা। মোবাইল ও বিকাশ নং- ০১৭৫৭৫৮৭৯২২।
রকেট নং-০১৭৫৭৫৮৭৯২২৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসায় সাহায্যের আবেদন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ