Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরশুরামে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক মিন্টু আহত

উপ-মন্ত্রীর ত্রাণ বিতরণর সংবাদ সংগ্রহ করতে গিয়ে

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৫:০০ পিএম

ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবু ইউছুপ মিন্টুকে সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামাল উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় মিন্টুকে হাসপাতালে আনা হলে সাধারণ চিকিৎসা দিয়ে সিটিস্ক্যান করতে পাঠানো হয়েছে। তার নাক পেটে গেছে, মাথায় আঘাত বেশী পেয়েছে। শরীরের অন্য কোথাও ক্ষত পাওয়া যায়নি, তিনি অচেতন অবস্থায় আছেন। সিটিস্ক্যানে রক্তক্ষরন পাওয়া গেলে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া যাবে না। ঢাকায় প্রেরন করা হতে পারে। উল্লেখ্য শনিবার (৩ আগষ্ট) ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নে আলা উদ্দিন আহমেদ চৌধুরী দাখিল মাদ্রাসা মাঠে পানি সম্পদ উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামিম এমপি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপির উপস্থিতিতে আওয়ামীলীগের ত্রান বিতরণ সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে অনুষ্ঠান শেষে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সরকার দলীয় বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। আবু ইউছুপ মিন্টু এর আগে প্রথম আলো পরশুরাম প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ