Inqilab Logo

ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৭, ১৬ যিলক্বদ ১৪৪১ হিজরী

মসজিদে অগ্নি সংযোগকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে

ঢাকাস্থ বি-বাড়ীয়ার উলামা-মাশায়েখ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

বি-বাড়ীয়া পশ্চিম মেড্ডা শান্তিবাগ জামে মসজিদে গভীর রাতে অগ্নি সংযোগকারীদের খুঁজে বের করে বিচারের দাবিতে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়ীয়ার উলামা মাশায়েখদের উদ্যোগে গতকাল লালবাগ খেলাফত আন্দোলনের মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী জসিম উদ্দিন কাসেমী, মুফতী আখতারুজ্জামান আশরাফী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইসমাঈল শরীফ, মাওলানা হারুন, মাওলানা সাঈদ আহমদ।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, যারা মসজিদে রাতের অন্ধকারে অগ্নি সংযোগ করেছে তারা উগ্রবাদী ও সন্ত্রাসী। অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদে অগ্নি সংযোগকারী
আরও পড়ুন