Inqilab Logo

ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭, ১৩ রবিউস সানি ১৪৪২ হিজরী

আলালের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা পোস্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ২:২১ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কে বা কারা কিংবা কোনও কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে পোস্ট দিচ্ছেন। এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন দলটির এ শীর্ষ নেতা। একইসঙ্গে বিনয়ের সঙ্গে তিনি এ ধরনের পোস্ট দেয়া বন্ধ করার আবেদন জানিয়েছেন। 

সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলাল। সেখানে তিনি লিখেছেন-আমার বন্ধু ও ফলোয়ারগণ, কিছু লোক আমার ফেসবুক অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে আমার পক্ষে মিথ্যে ও মনগড়া পোস্ট দিচ্ছে। বিনয়ের সাথে তাদের প্রতি আমার আবেদন- এখনই যেন এ ধরনের পোস্ট বন্ধ করা হয়। অন্যথায় আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলাল


আরও
আরও পড়ুন