Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:১২ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগানে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দীর্ঘদিন হসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার সালেহ আহমদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বছরের ১৬ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির ক্লিংগার স্ট্রিটে হামলার শিকার হয়েছিলেন সালেহ আহমদ।

ওইদিন তিনি কাজের জন্য ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা এক দুষ্কৃতকারী গুলি করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলার শিকার সালেহ আহমদ দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, সালেহ আহমদের গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকসি গ্রামে। তার বাবার নাম মাওলানা আব্দুর রাজ্জাক।
এদিকে মরহুমের জানাজার নামাজ স্থানীয় সোমবার বাদ মাগরিব মসজিদ আল ফালাহে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ