Inqilab Logo

ঢাকা, সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬, ২৪ যিলহজ ১৪৪০ হিজরী।

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ থেকে ২১ নভেম্বর

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৬:০৬ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ আগামী ১৭ থেকে ২১ নভেম্বর টানা পাঁচ দিন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ আগামী ১৭ থেকে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্মাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তিতে বিভিন্ন সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদান করা হবে।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি পরীক্ষা

১৮ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন