এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। করোনার সংক্রমণের কারণে
স্টাফ রিপোর্টার
২০১৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে আজ। এ বছরে ৩২ হাজার শিক্ষার্থী ১ লাখ ১৬ হাজার বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: মাহাবুবুর রহমান। বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণের জন্য যে মোবাইল সংযোগ থেকে আবেদন করা হয়েছে সে নম্বরে ফলাফল পাঠিয়ে দেয়া হবে। একই সাথে এ ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে। এদিকে একাদশে ভর্তি আবেদনের প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ এবং একাদশে আবেদনের বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামীকাল (আজ) ফল প্রকাশ করা হবে। যাদের ফল ইতিবাচক হবে তারা কাল ও পরশু এ দু’দিনে নিজেদের পছন্দের কলেজে একাদশে ভর্তির আবেদন করে নিতে পারবে। ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে। ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয় ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।