Inqilab Logo

ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭, ১৩ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম

গাজীপুরে ট্রাকচাপায় নিহত ১

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে ট্রাকচাপায় অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে কাঁঠাল ভর্তি একটি পিকআপের পেছনের বাম পাশের চাকার টিউব ও টায়ার উচ্চ শব্দে ফেটে যায়। এতে পিকআপে কাঁঠালের ওপর বসে থাকা ওই ব্যক্তি নীচে পড়ে যান।
সে সময় পণ্য বোঝাই একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা ‍যান ওই ব্যক্তি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।লাশ শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ